Welcome to

Fish vally

Every fisherman strives to find a
good value to their fishing.

Why choose Fish vally

আমাদের কাজের প্রক্রিয়া

ফিশ ভ্যালি সারা দেশে স্বাস্থ্যকর, উচ্চমানের মাছ পৌঁছে দেওয়ার মিশনে রয়েছে।

আমাদের সাপোর্ট টিমের সাথে পরামর্শ করুন

আপনার যদি কোন প্রশ্ন থাকে আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন, আমাদের মেইল করুন, ফেসবুকে বা What's app এ চ্যাট করুন।​

ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে দ্বিধা করবেন না।

24 ঘন্টার মধ্যে আমাদের সহায়তা দল বা Admin আরও বিস্তারিত জানার জন্য আপনার সাথে যোগাযোগ করবে। ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে দ্বিধা করবেন না।

24/7 Support

সরাসরি ফোন কল, মেইল বা চ্যাটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

12,563 Total Products

10112+ Total Orders

5715 Total Customers

আমাদের লক্ষ্য

সরাসরি জেলেদের জাল থেকে আপনার রান্না ঘরে তাজা মাছ পৌছে দেয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল। মানের সাথে আপস না করে পরিবর্তন আনা আমাদের মুল লক্ষ্য। আমরা সরাসরি জেলেদের থেকে তাজা মাছ সংগ্রহ করি, যাতে সবার জন্য প্রিমিয়াম Sea Food ও River Food নিশ্চিত করা যায়।

অ্যাডমিনের কথা

আমি রাসেল হোসাইন, Fish Vally এর প্রতিষ্ঠাতা। আমি উপকুলের সন্তান তাই শৈশব থেকেই জেলেদের সাথে মিলিমিশে বেড়ে ওঠা আমার। আমার বাবার মাছের চালানি ব্যাবসা ছিল আর সেই সুবাদে বাংলাদেশ এর প্রতিটি বড় শহরের মাছ বাজারে মাছের চালান নিয়ে যাওয়া ছিল আমার দৈনন্দিন কাজ । এসব বড় বড় বাজারে বেশ কিছু বিষয় আমার নজরে আসে, যেমন আমি যে মাছ গুলো নিয়ে যেতাম সেগুলো পাইকার রা কিনে নিয়ে মাছের সাথে বিভিন্ন ধরনের ক্যামিক্যাল বা লবন মিক্স করত, যার ফলে মাছের দ্রুত পচন রোধ হতো এবং মাছের কালার ও চকচকে হতো। এসব অসাধু ব্যাবসায়িরা তাদের ব্যাবসায়িক উদ্দেশ্য হাসিল করতে গিয়ে মানুষ কে এমনভাবে বিষ খাওয়াচ্ছে বা ধোকা দিচ্ছে এটা আমাকে খুব কষ্ট দেয়। তাই তখন থেকেই আমি ভাবতে লাগলাম যেহেতু মাছ গুলো আমার এলাকায় ই ধরা হয় তাই এই মাছ গুলো কোন মধ্যস্বত্বভোগী বা পাইকারের হাত না ঘুরিয়ে কিভাবে সরাসরি কাস্টমারের হাতে পৌছানো যায় যাতে করে দেশের মানুষ নিশ্চিন্তে, যে কোন ধরনের ক্যামিকেল বা ফরমালিন মুক্ত মাছের স্বাদ নিতে পারে। মুলত সেদিনই Fish Vally এর বীজ রোপন হয়েছিল আমার মনে। আমরা সরাসরি স্থানীয় জেলেদের থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক বা নদীর মাছ সংগ্রহ করে আপনাদের দরজায় পৌছে দিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আমার বিশ্বাস, আমাদের প্রাপ্তির একটি অংশ অবশ্যই সমাজ, সম্প্রদায় এবং পরিবেশের কল্যাণে ব্যবহার করতে হবে। এই দায়িত্বশীল মনোভাব থেকেই ফিশ ভ্যালি তার পথচলা শুরু করেছে। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং একটি নৈতিক ও টেকসই খাদ্যচক্র তৈরি করা। আপনাদের আস্থা ও সমর্থন আমাদের কাছে অনুপ্রেরণা, যা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।